Md. Bazlul Kabir Bhuiyan

Former Commissioner of Taxes, National Board of Revenue; Executive Director, Center for Tax Education & Research and Tax & VAT Consultant, Bazlul Kabir Bhuiyan & Associates

Md. Bazlul Kabir Bhuiyan

জনাব মোঃ বজলুল কবির ভূঞা ১৯৯১ সালে বিসিএস পরীক্ষার মাধ্যমে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদান করেন।

ছাত্র জীবনে তিনি নটরডেম কলেজ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজী সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন। আয়কর বিভাগের দীর্ঘ চাকুরী জীবনে তিনি ঢাকা, কুমিল্লা ও চট্টগ্রামে বিভিন্ন পদ মর্যাদায় দায়িত্ব পালন করেন।

তিনি আয়কর বিভাগের একজন সংস্কারক কর্মকর্তা হিসাবে পরিচিত। জাতীয় আয়কর দিবস তাঁরই Brain Child। আয়কর মেলা আয়োজনে এবং আয়কর বিভাগের অন্যান্য সকল event পরিচালনায় তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন। এ ছাড়া, আয়কর ও বিভিন্ন বিষয়ে তিনি নিয়মিত বিভিন্ন টেলিভিশন চ্যানেলে টক শো’ তে বক্তব্য প্রদান করে থাকেন।

দাপ্তরিক কাজের পাশাপাশি তিনি সমাজ সেবামুলক কাজ করে থাকেন। Repair Bangladesh নামক স্বেচ্ছাসেবী সংগঠনের তিনি প্রতিষ্ঠাতা। এ সংগঠনটির কয়েক হাজার সদস্য সারা বাংলাদেশে ছড়িয়ে আছেন। সমাজের সুবিধা বঞ্চিত মানুষদের জন্য এবং সুন্দর বাংলাদেশ গড়তে পরিবেশ সুরক্ষায় সংগঠনটি কাজ করে যাচ্ছে। দেশের স্কুল, কলেজ বিশ্ববিদ্যালয়ে আধুনিক টয়লেট ক্সতরী করে দিচ্ছে Repair Bangladesh লক্ষ লক্ষ টাকা ব্যয়ে।

এছাড়া, তিনি তরুণ উদ্যোক্তা কলেজ/বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের ভবিষ্যত গড়তে Motivational Speaker হিসাবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বক্তব্য প্রদান করে থাকেন। এ যাবৎ তিনি দেশের ৪৬ টি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার ছাত্র-ছাত্রীদের Leadership ও Career building বিষয়ে তরুণ সমাজকে আগে থেকে সচেতন করে চলেছেন এবং বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রসহ দেশের বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্রে তিনি নিয়মিত আয়কর বিষয়ে প্রশিক্ষক হিসাবে বক্তব্য প্রদান করে থাকেন।

ইতিমধ্যে তিনি সরকারী প্রশিক্ষণ ও ব্যক্তিগতভাবে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, দক্ষিন কোরিয়া, তুরস্ক, সিংগাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভারত ও জাপান ভ্রমন করেছেন।

জনাব মোঃ বজলুল কবির ভূঞা নরসিংদী জেলার শিবপুর উপজেলায় জন্মগ্রহণ করেন। তার স্ত্রী শারমীন রহমান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রাক্তন ছাত্রী। বর্তমানে তিনি ঢাকার DPS ইংলিশ মিডিয়াম স্কুলে শিক্ষকতা করছেন। তাদের দুই সন্তানের মধ্যে কন্যা আনিসা কবির আমেরিকার একটি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রী লাভ করে ওয়াশিংটনে চাকুরী করছে। ছেলে আরিয়ান কবির কানাডার একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র।

WE WORK WITH AMBITIOUS CLIENTS/ENTREPRENEURS

Schedule an appointment with us to discuss your goals and needs.